• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তুরস্ক বলছে, ৬টি শর্তে শান্তি আলোচনায় রাজি রাশিয়া-ইউক্রেন

প্রকাশিত: ২২:৪১, ২০ মার্চ ২০২২

আপডেট: ২২:৪২, ২০ মার্চ ২০২২

ফন্ট সাইজ
তুরস্ক বলছে, ৬টি শর্তে শান্তি আলোচনায় রাজি রাশিয়া-ইউক্রেন

৬টি শর্ত মানলেই যুদ্ধ পরিস্থিতি বন্ধে সমঝোতায় আসবে রাশিয়া ও ইউক্রেন। এমনটি দাবি করেছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভুসোগলু। তিনি দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন। এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রবিবার (২০ মার্চ) মেভলুত কাভুসোগলু বলেন, দুটি দেশে যুদ্ধ এখনও চলছে। দু’দেশেরই বেসামরিক লোকজন নিহত হচ্ছেন। এই অবস্থায় যুদ্ধ বন্ধ করতে উভয় পক্ষ শর্ত জুড়ে দিয়েছে। আমরা দেখছি, তারা চুক্তির কাছাকাছি এসেছে। 

চলতি সপ্তাহে রাশিয়া ও ইউক্রেন সফর করেছেন কাভুসোগলু। দুই দেশের সঙ্গেই তুরস্কের সুসম্পর্ক রয়েছে। কাভুসোগলু জানান, রুশ ও ইউক্রেনীয়দের মধ্যে সমঝোতাকারী দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে আঙ্কারা। সুশৃঙ্খলভাবে সমঝোতা করার চেষ্টা করাই বিরোধপূর্ণ কোনো মন্তব্য করতে রাজি হননি তুরস্কের এই মন্ত্রী। 

তবে শর্তগুলো জানিয়েছেন। শর্ত ৬টি হলো-
১. ইউক্রেনকে নিরপেক্ষ থাকতে হবে। ন্যাটোতে যোগ দিতে পারবে না।
২. রাশিয়াকে নিরস্ত্রীকরণ ও নিরাপত্তা নিশ্চিয়তা দিতে হবে।
৩. ইউক্রেনকে নাৎসি মুক্ত করতে হবে। 
৪. ইউক্রেনে রুশ ভাষা ব্যবহারে সঙ্কট দূর করতে হবে
৫. দোনবাস অঞ্চলকে স্বাধীনতা দিতে হবে। 
৬. ২০১৪ সালে রাশিয়ার অধিকৃত ক্রিমিয়াকে মর্যাদা দিতে হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2