ভারতের ওপর বিরক্ত যুক্তরাষ্ট্র, ক্ষোভ ঝাড়লেন বাইডেন

নরেন্দ্র মোদী ও জো বাইডেন
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে এখনো নিজেদের অবস্থান পরিষ্কার করেনি ভারত। শুরু থেকেই নিজেদের হা বাঁচিয়ে চলছে। পুরোনো মিত্র হওয়ায় সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যাওয়ার সাহসও করেনি মোদী সরকার। ভারতের এই আচরণে বেশ নাখোশ ওয়াশিংটন।
ইউক্রেনে হামলা চালানোর পর পশ্চিমা বিশ্ব খুব রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলো। ওই সময় থেকেই ভারতের অবস্থান নিয়ে বিরক্ত ছিল যুক্তরাষ্ট্র। এবার সরাসরি ভারতের ওপর ক্ষোভ ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
স্থানীয় সময় সোমবার (২১ মার্চ) কটাক্ষ করে ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, রাশিয়ার ইউক্রেন আগ্রাসন নিয়ে ভারতের অবস্থান নড়বড়ে। কোয়াড সদস্যদের মধ্যে একমাত্র ভারতের অবস্থানই নড়বড়ে। জাপানের অবস্থান কড়া। অস্ট্রেলিয়াও কড়া প্রতিক্রিয়া দিয়েছে।
উল্লেখ্য যে, রাশিয়া-ভারতের বন্ধুত্ব বহুদিনের। ফলে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ভারত। বিরত থেকে জাতিসংঘের নিন্দাপ্রস্তাবেও ভোটদান থেকেও।
বিভি/এজেড
মন্তব্য করুন: