• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পুতিনের সঙ্গে ফের আলোচনার প্রস্তাব জেলেনস্কির

বাসস

প্রকাশিত: ১৬:৪৬, ২২ মার্চ ২০২২

আপডেট: ১৭:১০, ২২ মার্চ ২০২২

ফন্ট সাইজ
পুতিনের সঙ্গে ফের আলোচনার প্রস্তাব জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার (২১ মার্চ) রাতে ফের রাশিয়ার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব দিয়ে বলেছেন, বিতর্কিত ভূখ-গুলোর মর্যাদা ও সম্ভাব্য গণভোট নিয়ে আলোচনা হতে পারে। খবর: এএফপি’র।

জেলানস্কি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, প্রায় এক মাস ধরে চলা এই যুদ্ধ বন্ধে ‘যে কোনো পদ্ধতিতে’ তিনি পুতিন-এর সঙ্গে আলোচনায় প্রস্তুত রয়েছেন। এই সংঘাতে ইউক্রেনের বিভিন্ন নগরী ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

জেলেনস্কি বলেন, এমনকি রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া এবং মস্কো সমর্থিত দনবাসের মর্যদা নিয়ে আলোচনা করা যেতে পারে।

তিনি বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রথম বৈঠকেই আমি এসব বিষয় তুলে ধরতে প্রস্তুত রয়েছি।’

আরও পড়ুন:

 

জেলেনস্কি বলেন, ‘সেখানে বিভিন্ন আবেদন বা ঐতিহাসিক ভাষণ দেওয়া হবে না। আমি তার সঙ্গে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।’

রাশিয়া ইউক্রেনের পূর্বানঞ্চলীয় ক্রিমিয়াকে তাদের দেশের অংশ এবং স্বঘোষিত দনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই তিন এলাকার সবক’টি ইউক্রেনের অংশ এবং দীর্ঘ এক দশকের সংকটের কেন্দ্রে রয়েছে এসব ভূখন্ড, যা নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরু হয় এবং পুরোদমে যুদ্ধ ছড়িয়ে পড়ে।

মিডিয়া আউটলেট সাসপিলনিতে প্রকাশিত এক সাক্ষাতকারে ইউক্রেনের সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার দেওয়া এই প্রস্তাবের ব্যাপারে রাশিয়া রাজি থাকলে আমরা সব বিষয়ে আলোচনা করবো।’

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2