রাশিয়াকে প্রতিরোধে ভূমধ্যসাগরে প্রস্তুত মার্কিন রণতরি

মার্কিন রণতরি ইউএসএস ট্রুম্যান
রাশিয়াকে প্রতিরোধ করা এবং ইউক্রেনে সম্ভাব্য উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো-ফ্লাই জোন) বাস্তবায়নের লক্ষ্যে আগাম প্রস্তুতি শুরু হয়েছে। এজন্য ভূমধ্যসাগরে মার্কিন রণতরি ইউএসএস ট্রুম্যান মোতায়েন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আদেশ দিলেই যেন সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায় সেজন্য এই প্রস্তুতি বলে জানিয়েছেন, মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেল তোরো। খবর রয়টর্স-এর।
ভূমধ্যসাগরে মার্কিন বাহিনী ষষ্ঠ নৌবহরের অধীনে কাজ করে যার সদর দফতর ইতালির নেপলসে। এই বহরের অধীনে ৪০টি জাহাজ এবং ১৭৫টি বিমান রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর বলছে, বর্তমানে আইওনিয়ান সাগরে মার্কিন রণতরি অবস্থান করছে। এটি ইতালি ও গ্রিসের জলসীমায় রয়েছে।
মার্কিন গণমাধ্যম পলিটিকোকে ডেল তোরো বলেছেন, ‘ভূমধ্যসাগরে এখন অসংখ্য রুশ জাহাজ এবং সাবমেরিন রয়েছে। এ কারণে তাদের প্রতিরোধ করতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সমান উপস্থিতি থাকা গুরুত্বপূর্ণ। পুতিন যে একমাত্র জিনিস বোঝেন, তা হলো শক্তি।’
ডেল তোরো আরও বলেন, ‘জোটের অন্যান্য মিত্রদের সাথে ট্রুম্যানের ভূমিকা হল রাশিয়ানদের আরও আগ্রাসন থেকে বিরত রাখা এবং ইউক্রেন এবং ইউক্রেনের জনগণের সুরক্ষার জন্য আমাদের প্রেসিডেন্ট ও বিশ্বের অন্যান্য নেতাদের কাছ থেকে দেওয়া আদেশের জন্য ক্রমাগত প্রস্তুত থাকা।’
বিভি/কেএস
মন্তব্য করুন: