ইউক্রেনে পারমানবিক বোমা হামলার হুমকি রাশিয়ার

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
একমাস ধরে ইউক্রেনে চলছে রাশিয়ার আগ্রাসন। তবে এখনও দেশটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি রুশ বাহিনী। ইউক্রেন যেমন প্রতিরোধ গড়ে তুলছে একইসঙ্গে নানানভাবে সহযোগিতা করছে পশ্চিমারা। মঙ্গলবার থেকে ইউক্রেনের সমর্থনে ভূমধ্যসাগরে মার্কিন রণতরিও মোতায়েন করা হয়েছে। সম্ভাবত শিগগিরই ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন ঘোষণা করছে যাচ্ছে ন্যাটো। এমন মুহূর্তে ক্রেমলিন হুঁশিয়ারি দিলো দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক বোমা প্রয়োগ করতে পিছ পা হবে না রাশিয়া।
বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া স্বাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার একটি ধারণা আছে এবং তা সর্বজনীন। কোন কোন ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে, তার সমস্ত কারণ পড়তে পারেন আপনিও। সুতরাং আমাদের দেশের জন্য যদি অস্তিত্বের হুমকি হয়, তবে এটি আমাদের ধারণা অনুসারে ব্যবহার করা যেতে পারে।’
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ পরিকল্পনা এবং আগে থেকে প্রতিষ্ঠিত উদ্দেশ্য অনুসারে কঠোরভাবে চলছে বলেও সিএনএনকে বলেন পেসকভ।
এদিকে পেন্টাগনের মুখপাত্র জন কারবি পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের বিষয়ে মস্কোর বক্তব্যকে ‘বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন। জন কারবি বলেন, ‘কোনও দায়িত্বশীল পারমাণবিক শক্তির এভাবে কাজ করা উচিত নয়।’ এরপর তিনি বলেন, ‘আমরা বিষয়টির উপর ধারাবাহিকভাবে নজর রেখে চলেছি।’
উল্লেখ্য, কয়েকদিন আগেই ভ্লাদিমির পুতিন দেশে নিউক্লিয়ার ড্রিলের নির্দেশ দেন। এরপর থেকেই পারমাণবিক হামলার সম্ভাবনা দেখা দিতে থাকে। এই আবহে অবশ্য পশ্চিমা দেশগুলি দাবি করেছে যে রাশিয়ার পারমাণবিক অস্ত্র সম্প্রতি কোথাও সরানো হয়নি। তবে এরই মাঝে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা করেছে ন্যাটো। যা নিয়ে চরম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন পুতিন।
বিভি/কেএস
মন্তব্য করুন: