• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রফতানিতে নতুন রেকর্ড গড়লো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২২, ২৩ মার্চ ২০২২

আপডেট: ১৮:২৩, ২৩ মার্চ ২০২২

ফন্ট সাইজ
রফতানিতে নতুন রেকর্ড গড়লো ভারত

ফাইল ছবি

পণ্য রফতানিতে প্রথমবারের মতো এক বছরে ৪০ হাজার কোটি মার্কিন ডলারের মাইলফলক স্পর্শ করলো ভারত। 

বুধবার (২৩ মার্চ) এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টুইটারে তিনি বলেছেন, ভারত ৪০ হাজার কোটি ডলারের পণ্য রফতানি উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছিল এবং প্রথমবারের মতো সেই লক্ষ্য অর্জন করেছে। এই সাফল্যের জন্য আমি আমাদের কৃষক, তাঁতি, ক্ষুদ্র উদ্যোক্তা, নির্মাতা, রপ্তানিকারকদের অভিনন্দন জানাই। এটি আমাদের ‘আত্মনির্ভর ভারত’ গড়ার পথে বড় মাইলফলক।

মোদীর শেয়ার করা ইনফোগ্রাফিকস থেকে জানা যায়, ২০২০-২০২১ অর্থবছরে ভারতের মোট পণ্য রফতানি পরিমাণ ছিল ২৯ হাজার ২০০ কোটি ডলার। কিন্তু ২০২১-২০২২ অর্থবছর শেষ হওয়ার নয়দিন আগেই প্রথমবারের মতো ৪০ হাজার কোটি ডলারের মাইলফলক স্পর্শ করেছে দেশটি।

২০২২ অর্থবছরে ভারতের পণ্য রফতানি বেড়েছে ৩৭ শতাংশ। চলতি অর্থবছরে প্রতি ঘণ্টায় ৪ কোটি ৬০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে দেশটি।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2