পদত্যাগ করে দেশ ছাড়লেন পুতিনের উপদেষ্টা

পুতিনের উপদেষ্টা আনাতোলি চুবাইস
পদত্যাগ করে দেশ ছেড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা আনাতোলি চুবাইস। বুধবার (২৩ মার্চ) রয়টার্সের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরুর পর থেকে পদত্যাগ করা ব্যক্তিদের মধ্যে চুবাইস সর্বোচ্চ পদাধিকারী ছিলেন।
চুবাইসের ঘনিষ্ঠ সূত্রের বরাতে ব্লুমবার্গ ও রয়টার্স জানায়, ইউক্রেনে যুদ্ধের কারণে পদত্যাগ করেছে তিনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ চুবাইসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় প্রযুক্তি প্রতিষ্ঠান রাসনানোর প্রধানের পদ থেকে পদত্যাগের পর ২০২০ সালে চুবাইসকে ‘টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের’ দূত হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এক সূত্রের বরাতে রয়টার্স বলছে, তিনি রাশিয়া ছেড়েছেন এবং দেশে ফেরার কোনো ইচ্ছে তার নেই।
রাশিয়ার সোভিয়েত পরবর্তী অর্থনৈতিক সংস্কারের স্থপতি বলা হয় চুবাইসকে। তার রাশিয়ায় উচ্চ পর্যায়ে রাজনীতি ও বাণিজ্যের অভিজ্ঞতা রয়েছে। একই সঙ্গে রাশিয়ায় সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের সময় বেসরকারি খাতের উন্নয়নের রূপকার ছিলেন তিনি।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিভি/এইচএস
মন্তব্য করুন: