পদত্যাগ করে রাশিয়া ছাড়লেন পুতিনের বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেনে হামলা শুরুর পর এই প্রথম পুতিন সরকারের শীর্ষ পর্যায়ের কোনো নেতা পদত্যাগ করলেন। বিবিসি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে রাশিয়ার অভিজ্ঞ অর্থনৈতিক সংস্কারক, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টেকসই উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আনাতোলি চুবাইস পদত্যাগ করে রাশিয়া ছেড়েছেন।
ইউক্রেন যুদ্ধের কারণেই চুবাইস পদত্যাগ করেন বলে ব্লুমবার্গ ও রয়টার্স চুবাইসের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে। তিনি রাশিয়া ছেড়েছেন এবং তার রাশিয়া ফেরার কোনো ইচ্ছা নেই।
সংশ্লিষ্ট ২টি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিরোধিতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন চুবাইস।
তবে তিনি এখন কোন দেশে অবস্থান করছেন, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি কেউ।
রাশিয়ায় তার কয়েক দশকের উচ্চ পর্যায়ের রাজনৈতিক এবং ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে। রাশিয়ার সাবেক বরিস ইয়েলৎসিনের অধীনে ১৯৯০ এর দশকে রাশিয়ান বেসরকারিকরণের অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন।
বিভি/রিসি
মন্তব্য করুন: