ইউক্রেনে ফসফরাস বোমা হামলা চালিয়েছে রাশিয়া: দাবি জেলেনস্কি’র

রাশিয়া ইউক্রেনে ফসফরাস বোমা হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহসপতিবার (২৪ মার্চ) অনলাইনে ন্যাটোর বিশেষ সম্মেলনে যুক্ত হয়ে এই দাবি করেন তিনি।
জেলেনস্কি বলেন, বৃহসপতিবার (২৪ মার্চ) সকালে রাশিয়া ফসফরাস বোমা হামলা চালিয়েছে, এতে অনেক শিশু ও লোকজন মারা যাচ্ছে। তবে ইউক্রেনের কোথায় এই হামলা চালানো হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি জেলেনস্কি।
জেলেনস্কি সম্মেলেনে ন্যাটোর উদ্দেশ্যে বলেন, রাশিয়া যেমন পূর্ণ অস্ত্রভান্ডার ব্যবহার করে আমাদের উপর আক্রমন করছে, তাদের প্রতিহত করতে বাধাহীনভাবে ইউক্রেনে সামরিক সহযোগিতা আরো বাড়াতে হবে।
পশ্চিমাদের এ পর্যন্ত দেওয়া সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে জেলনস্কি বলেন, আমাদের আরো প্রতিরক্ষামূলক অস্ত্র প্রয়োজন।
এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ঔই ভিডিও বার্তায় বলেন, ‘আপনাদের সব বিমানের এক শতাংশ আমাদের দিতে পারেন। আপনাদের ট্যাংকের এক শতাংশ। এক শতাংশ!’
টাইসম অব ইন্ডিয়া’র খবরে বলা হয়েছে, ন্যাটো সম্মেলনে ভিডিও বার্তায় জেলনস্কি ফসফরাস বোমার ব্যবহারের বিষয়ে পশ্চিমা বিশ্বকে জানিয়ে মিলিটারি সহায়তা চেয়েছেন।
বিভি/ এসআই
মন্তব্য করুন: