আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে। শুক্রবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাতে ইয়ুনহাপ নিউজ এজেন্সি এ তথ্য জানায়।
কেসিএনএ বলছে, ডিপিআরকে (উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম)-এর নতুন কৌশলগত অস্ত্র আমাদের কৌশলগত সশস্ত্র বাহিনী সম্পর্কে বিশ্বকে আবারও স্পষ্টভাবে সতর্ক করে দিল। ক্ষেপণাস্ত্রটি হুয়াসং-১৭ পাল্লার।
দক্ষিণ কোরিয়া দাবি করেছে, ২০১৭ সালের পর প্রথমবারের মতো নিষিদ্ধ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
জাপানের কর্মকর্তারা ধারণা করছেন, ২৪ মার্চ উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি এক হাজার ১০০ কিলোমিটার (৬৮৪ মাইল) পথ পাড়ি দিয়েছে। ঘণ্টারও বেশি সময় আকাশে উড়ার পর এটি পড়েছে জাপানের দক্ষিণে সাগরে। সম্প্রতি উত্তর কোরিয়া টানা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বলছে, সম্প্রতি উৎক্ষেপণ করা বেশকিছু ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রকৃতপক্ষে আইসিবিএম ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার মধ্যে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ২০১৮ সালে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন। ২০২০ সালে কিম আবার ঘোষণা দেন, তিনি আর এ স্থগিতাদেশ মানতে দায়বদ্ধ নন।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষার ক্ষেত্রে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে পিয়ংইয়ং এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালে দেওয়া হয়েছিল কঠোর নিষেধাজ্ঞা।
বিভি/এইচএস
মন্তব্য করুন: