• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এয়ারপোর্টে তল্লাশীর সময় নগ্ন করা হলো নারীকে!

প্রকাশিত: ১৫:৫৬, ২৫ মার্চ ২০২২

আপডেট: ১৬:০২, ২৫ মার্চ ২০২২

ফন্ট সাইজ
এয়ারপোর্টে তল্লাশীর সময় নগ্ন করা হলো নারীকে!

পুরোনো ছবি

বিমানবন্দরে নিরাপত্তার স্বার্থে যাত্রীর দেহ তল্লাশী নতুন কিছু নয়। কিন্তু এই দেহ তল্লাশীর সময় এক নারী যাত্রীর সঙ্গে ঘটেছে এক অপ্রীতিকর ঘটনা। ওই নারী অভিযোগ করেছেন, তল্লাশীর সময় নাকি তাকে নগ্ন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) ঘটনাটি ঘটেছে ভারতের গুয়াহাটি বিমানবন্দরে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, তল্লাশির সময় ৮০ বছর বয়সী এক শারীরিকভাবে প্রতিবন্ধী নারীকে নগ্ন করার অভিযোগ উঠেছে। ওই নারীর শরীরে অস্ত্রোপচারের মাধ্যমে সংযোজন করা হিপ প্লেটকে সেখানে দায়িত্বরত সিআইএসএফের কর্মীরা ভুল কিছু সন্দেহ করে।

পরে তার মেয়ে অ্যানথ্রোপ্লোজিস্ট ডলি কিকন টুইট করে অভিযোগ করেন, ওই নারীর কেয়ারটেকার এ ঘটনায় অভিযোগ দায়ের করতে চাইলে সিআইএসএফের সদস্যরা তাকেও হয়রানি করে। এটা ন্যক্কারজনক! আমার ৮০ বছর বয়সী বৃদ্ধা মাকে অন্তর্বাস খুলতে এবং তাকে নগ্ন হতে বাধ্য করা হয়।

পরে অবশ্য ঘটনা স্বীকার করে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সিআইএসএফ কর্মীরা আরও সংবেদনশীল হতে পারতেন। বিমানবন্দর সূত্র জানায়, হুইলচেয়ারের যাত্রীদের মাধ্যমে, এমনকি পায়ুপথে স্বর্ণ চোরাচালানের একাধিক ঘটনা ঘটেছে, যা সিআইএসএফ কর্মীদের অতিরিক্ত সতর্ক করেছে। এই জন্যই এরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

চিফ এয়ারপোর্ট অফিসার উৎপল বড়ুয়া বলেন, এ ঘটনার কিছু সময় পরে বিমানবন্দর কর্মকর্তারা এবং সিআইএসএফের কর্মকর্তারা ভুক্তভোগী নারী ও তার সহকারীর সঙ্গে কথা বলেছেন। পরে তারা খুশি মনে গো-এয়ারের একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন। সমস্যার সমাধান হওয়ার আগেই টুইটটি করা হয়েছিল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2