হঠাৎ যে কারণে ইউক্রেন সীমান্তে যাচ্ছেন বাইডেন

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বারবার কথা বললেও ইউক্রেনচ সফরে কখনো যাবেন না বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সেই কথা তিনি রাখতে পারলেন না। সরাসরি ইউক্রেনে না গেলেও ইউরোপ সফরে গিয়ে যাচ্ছেন ইউক্রেনের সীমান্তে।
সম্প্রতি ইউক্রেনে রুশ আগ্রাসনের বিষয়ে বৈঠকে অংশ নিতে চার দিনের সফরে ইউরোপে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এখনো ইউরোপেই আছেন বাইডেন। সফরের প্রথম দিন বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক করেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, ব্রাসেলস থেকে শুক্রবার (২৫ মার্চ) পোল্যান্ডে উড়াল দিয়েছেন জো বাইডেন। সেখানে ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের রজেসজো শহরে যাচ্ছেন তিনি। ওই সময় মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানের বিমান দিয়ে সরাসরি সেখানে গিয়ে নামবেন বাইডেন।
বিবিসি বলছে, ইউক্রেন সীমান্তে গিয়ে বাইডেন শরণার্থীদের সঙ্গে কথা বলতে পারেন। ইউক্রেন থেকে ২০ লাখের বেশি শরণার্থী পোল্যান্ডে গেছে। এরপর সেখানে মার্কিন বিমানবাহিনীর ইউএস-৮ সদস্যদের সঙ্গে দেখা করবেন বাইডেন। ইউক্রেনের ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়েও তিনি ব্রিফিং করবেন।
এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে শুক্রবার পোল্যান্ড সফর করবেন বাইডেন। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তবে তিনি ইউক্রেনে যাবেন না বলে আবারও জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র।
বিভি/এজেড
মন্তব্য করুন: