কাগজের অভাবে পত্রিকা ছাপা বন্ধ করলো শ্রীলঙ্কা

কাগজের অভাবে শ্রীলঙ্কার প্রধান দুটি সংবাদ পত্রের ছাপা সংস্করণ বন্ধ করেছে কর্তৃপক্ষ। অর্থনৈতিক সংকটে কাগজ আমদানি করতে না পারায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় মালিকপক্ষ। ছাপা সংস্করন বন্ধ হলেও অনলাইন ভার্সনে পড়া যাবে পত্রিকাদুটি।
শ্রীলংকায় বহুল পঠিত ইংরেজি দৈনিক 'দ্য আইল্যান্ড' ও সিংহল ভাষার পত্রিকা 'ডিভাইনা'র বেসরকারি মালিকানাধীন এই দুটি নিউজপেপার শুধু অনলাইন সংস্করনেই মিলবে।
দেশ স্বাধীনের পর এত বড় অর্থনৈতিক সংকটে কখনো পড়েনি শ্রীলংকা। দেশটির রিজার্ভ অতীতের যে কোন সময়ের তুলনায় সবচেয়ে নাজুক অবস্থায় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পরিস্থিতি থেকে উত্তরন এবং রাজনৈকিভাবে উন্নতি ঘটাতে প্রথমবারের মতো 'তামিল ন্যাশনাল অ্যালায়েন্স' (টিএনএ) নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে।
বিভি/এসআই
মন্তব্য করুন: