মারা যাননি রুশ প্রতিরক্ষামন্ত্রী, দেখা দিলেন প্রকাশ্যে

গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছিলো, মারা গেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। এর পেছনে কিছু কারণও ছিল। তার সেনাবাহিনী যখন ইউক্রেনে যুদ্ধ করছিল, তখন তার দেখা মিলছিল না। সেই অবস্থায় গুজব ছড়িয়ে পড়েছিল তিনি হয়তো মারা গেছেন। কিন্তু না, তিনি জীবিত আছেন। এসেছেন প্রকাশ্যেও।
সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানালো, তাদের প্রতিরক্ষামন্ত্রী সারগেই সইগু বেঁচে আছেন। এবং সুস্থ ও স্বাভাবিকভাকে তার পদেই আছেন। এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আরও পড়ুন:
- ছেঁড়া জিন্স পরে কলেজে গেলেই দেয়া হবে টিসি
- হঠাৎ ভিডিওকলে জেলেনস্কি বললেন, এভাবে চললে রমজানেও লড়তে হবে
ওই সময় কিছু গণমাধ্যমে খবর আসে, হৃদরোগে মারা গেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সারগেই সইগু। কিন্তু সেসব গুজব আর ধোপে টিকলো না।
রুশ টেলিভিশনে প্রকাশিত ওই ভিডিওতে দেখা গেছে, রাশিয়ার অস্ত্র-বাজেট ঘোষণার সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে তিনি অবস্থান করছেন। প্রেসিডেন্ট পুতিনের খুব কাছের লোক হিসেবে বেশ পরিচিতি আছেন সারগেই সইগুর।
বিভি/এজেড
মন্তব্য করুন: