খারকিভে পারমাণবিক গবেষণা চুল্লিতে রাশিয়ার হামলা

খারকিভের একটি পারমানবিক গবেষণা চুল্লিতে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো জানা যায় নি। কিয়েভ ইন্ডিপেনডেন্ট এর বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।
কিভেয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া নতুন করে খারকিভ ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজির পারমাণবিক গবেষণা চুল্লিতে হামলা চালিয়েছে। ক্রমাগত গোলাবর্ষনের কারনে ইউক্রেন এখনো সেখানকার ক্ষতি নিরুপন করতে পারে নি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ঝুঁকি পূর্ণ হলেও হামলার অংশ থেকে তেজস্ক্রিয় পদার্থের প্রকাশ ঘটেনি।
হামলার বিষয়ে ইউক্রেনের স্টেট নিউক্লিয়ার রেগুলেটরি ইন্সপেক্টরেট বলছে, ক্রমাগত বোমাবর্ষনে বিভিন্ন অঞ্চল দূষিত হবে এবং বিকিরনের মাধ্যমে মারাত্বক পরিবেশ বিপর্যয় বয়ে আনবে।
কিয়েভের সামরিক প্রশাসনের টেলিগ্রাম বার্তা থেকে জানা যায়, রাশিয়ান সেনারা স্লাভ্যূটিচ শহরে আক্রমন করে শহরটির পৌর হাসাপাতার দখলে নিয়েছে।
বিভি/এসআই
মন্তব্য করুন: