• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইতে লকডাউন

প্রকাশিত: ১৬:২৭, ২৮ মার্চ ২০২২

আপডেট: ১৬:২৯, ২৮ মার্চ ২০২২

ফন্ট সাইজ
চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইতে লকডাউন

করোনার শুরু থেকেই চীনের বাণিজ্যিক শহর সাংহাইতে পুরোপুরি লকডাউন ঘোষনা করা হয় নি। কারন, এই শহর লকডাউনের কবলে পড়লে অনেক বড় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ত চীন। কিন্তু এবার ওমিক্রনক ঠেকাতে কোনো ঝুঁকি নিতে রাজি নয় কর্তৃপক্ষ।

আগামী সোমবার থেকে সাংহাই শহরের পূর্বাংশে ১ এপ্রিল পর্যন্ত লকাডাউন কার্যকর থাকবে। অন্যদিকে শহরের পশ্চিমাংশে ১ থেকে ৫ তারিখ পর্যন্ত লকডাউনের ঘোষনা দিয়েছে শহর কর্তৃপক্ষ।

করোনার শুরুতে উহান পুরোপুরি বন্ধ ঘোষনা করা হলেও সাংসাই এর মতো বাণিজ্যিক শহরে পুরোপুরে লকডাউন ঘোষনা করা হয়নি। কর্তৃপক্ষ বলছে, শহর বন্ধ রেখে ব্যাপকভাবে করোনা পরীক্ষা করা হবে।

চীনের এই নগরীতে আড়াই কোটিরও বেশি মানুষের বসবাস। শহরে করোনা আক্রান্তের সংখ্যা যে খুব বেশি তাও না। কিন্তু নগর কর্তৃপক্ষ কোন ভাবেই রিস্ক নিতে রাজি নয়।

লকডাউনে যানবাহন, কারখানা ও অফিস বন্ধ থাকবে। বাড়ি থেকেই অফিসিয়াল কাজের জন্য নির্দেশনা এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নে বাসিন্দাদের প্রতি আবেদন জানানো হয়েছে।

 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2