• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পুরুষ সঙ্গী ছাড়া আফগান নারীদের বিমান ভ্রমণ নিষিদ্ধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৪২, ২৮ মার্চ ২০২২

ফন্ট সাইজ
পুরুষ সঙ্গী ছাড়া আফগান নারীদের বিমান ভ্রমণ নিষিদ্ধ

আফগান নারী

পুরুষ সঙ্গী ছাড়া আফগানিস্তানের নারীদের বিমান ভ্রমণ নিষিদ্ধ করতে এয়ারলাইনগুলোকে নির্দেশনা দিয়েছে তালেবান। দেশটির বিমান পরিবহন কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। এদিকে সর্বশেষ এই নিষেধাজ্ঞার আগে বুধবার তালেবান কর্তৃপক্ষ মাধ্যমিক পর্যায়ের সকল ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।

আফগানিস্তানের আরিয়ানা আফগান এয়ারলাইন এবং কাম এয়ারের দুজন কর্মকর্তা রবিবার জানান, তারা যেন একা ভ্রমণকারী নারীর বিমানে ওঠা বন্ধ করে দেয় সে নির্দেশ দেয়া হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মকর্তা আরো জানান, তালেবান প্রতিনিধি, এই দুটি এয়ারলাইন এবং বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষের মধ্যে বৃহস্পতিবার বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

গত আগস্টে ক্ষমতায় ফেরার পর তালেবান নারী ইস্যুতে প্রথমে কিছুটা নমনীয় ভাব দেখালেও ধীরে ধীরে তারা বিভিন্ন ধরনের নিষেধজ্ঞা আরোপ করতে শুরু করে।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2