টিকার বদলে স্যালাইন: আটক চিকিৎসক!

ভাবুন তো করোনা মহামারীর সময় এমনিতেই ভ্যাকসিন নিয়ে কম বৈশ্বিক রাজনীতি হয়নি, এরই মধ্য নতুন খবর একজন চিকিৎসক নাকি করোনা ভ্যাকসিনের পরিবর্তে স্যালাইন পুশ করেছেন। রীতিমতো অবাক করার মতো ঘটনা।
এমনই ঘটনা ঘটেছে সিঙ্গাপুর। জানা গেছে, ডা. জিপসন কুয়াহ নামে ঔই ডাক্তার একটি ভ্যাকসিন বিরোধী ‘হিলিং দ্য ডিভাইড ‘ গ্রুপের সাথে যুক্ত। তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় ২৩ মার্চ তাকে ১৮ মাসের জন্য বরখাস্ত করেছে সিঙ্গাপুর মেডিক্যাল কাউন্সিল।
জানা গেছে, ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকা অবস্থায় কুহ লোকজনকে ভ্যাকসিনের পরিবর্তে স্যালাইন দিয়েছেন এবং সেই তথ্য মন্ত্রণালয়ের জাতীয় টিকাদান রেজিস্ট্রিতে আপলোড দিয়েছেন। তার দাবি তিনি তাদের ভ্যাকসিন দিয়েছেন, কিন্তু সত্য ব্যাপার হলো তাদের স্যালাইন দেওয়া হয়েছে।
এসএমসি বলছে, জনসাধারনের সুরক্ষা নিশ্চিতে তাকে বরখাস্ত করা হয়েছে।
বিভি/এসআই
মন্তব্য করুন: