ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেইন শান্তি আলোচনা শুরু

ইস্তাম্বুলের দলমাবাচে প্রসাদে ইউক্রেন-রাশিয়ার প্রতিনিধিদের মধ্য শান্তি আলোচনা শুরু হয়েছে। আলোচনার শুরুতে উভয় দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে ভাষণ দেন তুরস্কের প্রসিডেন্ট এরদোয়ান।
বিবিসি বলছে, এরদোয়ান তার ভাষণে বলেন, এই বৈঠক দুই নেতার মুখোমুখি বৈঠকের পথ সুগম করবে। বিবিসি বলছে, দুই দেশের প্রতিনিধিদের মুখোমুখি বৈঠকেও বড় সাফল্য আসবে এমনটা ভাবা ঠিক হবে না।
এরদোয়ান আরো বলেন, দু’দেশের যুদ্ধ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে যুদ্ধ বন্ধে মধ্যস্থতা বাধ্যতামূলক হয়ে দাড়িয়েছে। তুরস্ক নেটো সামরিক জোটের সদস্য দেশ হলেও রাশিয়ার সঙ্গে দৃঢ় মিত্রতা ধরে রেখেছে।
বিভি/এসআই
মন্তব্য করুন: