ন্যাটে নয় নিরাপত্তা চাইলো ইউক্রেন, নিরপেক্ষ থাকার শর্ত রাশিয়ার

ছবিঃ রয়টর্স
যেই ন্যাটোর আকাঙ্খার কারণে ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধে গড়ালো সেই ন্যাটোর আকাঙ্খা থেকে সরে এলো ইউক্রেন। শান্তি বৈঠকে ইউক্রেন জানালো ন্যাটোর সদস্য হওয়া লাগবে না ন্যাটোর সদস্যদের মতো সুরক্ষার নিশ্চয়তা পেলেই চলবে তাদের।
এই প্রসঙ্গে একমত প্রতিপক্ষ রাশিয়াও। তারা শর্ত দিয়েছে, কারও পক্ষে নয় ইউক্রেনকে একটি নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে থাকতে হবে। সন্য প্রত্যাহারের জন্য আরও বেশ কিছু শর্ত ছিলো রাশিয়ার। আবার ইউক্রেনও একটি আন্তর্জাতিক চুক্তির আহ্বান করেছে। যার অধীনে অন্যান্য দেশ তার নিরাপত্তা নিশ্চয়তা করতে পারবে।
মঙ্গলবার (২৯ মার্চ) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনায় এইসব শর্ত তুলে ধরা হয় ইউক্রেন ও রাশিয়ার পক্ষ থেকে। বৈঠকের পর ইউক্রেনে সামরিক অভিযানে কিছুটা লাগাম টানার ঘোষণা দেয় রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এরআশপাশের এলাকা এবং চেরনিহিভে হামলা কমানোরও ঘোষণা দেয় দেশটি।
বিভি/কেএস
মন্তব্য করুন: