• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাশিয়া ভ্রমণে নতুন সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ১২:১৪, ৩০ মার্চ ২০২২

আপডেট: ১২:২৫, ৩০ মার্চ ২০২২

ফন্ট সাইজ
রাশিয়া ভ্রমণে নতুন সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

রাশিয়ায় মার্কিন নাগরিকদের ‘বিচ্ছিন্ন করা ও আটকে রাখা হতে পারে’ বলে জানিয়ে রাশিয়া ভ্রমণে  মার্কিনিদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হয়রানির শঙ্কার কথা উল্লেখ করে সতর্কতায় পুনরায় আমেরিকানদের রাশিয়া ভ্রমণ না করতে বা ‘অবিলম্বে’ রাশিয়া ত্যাগের আহ্বান জানানো হয়। এছাড়া স্থানীয় আইনের যথেচ্ছাচার ব্যবহার সম্পর্কেও আমেরিকানদের সতর্ক করা হয়।

সতর্কবার্তা আরও বলা হয়েছে, ইউক্রেনে থাকা কিংবা রাশিয়া-অধিকৃত অঞ্চল দিয়ে স্থলপথে নিরাপদে সরে যাওয়ার সময় মার্কিন নাগরিকদের ‘রুশ সামরিক বাহিনী বিচ্ছিন্ন করছে এবং আটক করছে’ বলে লাগাতার খবর পাওয়া গেছে। 

এছাড়া মার্কিন সতর্কবার্তায় বলা হয়েছে, ‘যদি রাশিয়া ছাড়তে চান, তাহলে যত দ্রুত সম্ভব আপনার নিজেরই সে ব্যবস্থা করা উচিত।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফেব্রুয়ারিতে ইউক্রেনে তাঁর আগ্রাসনের ঘোষণার কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্র ইউক্রেনে তার দূতাবাস ও কনস্যুলেট সাময়িক বন্ধ করে দেয়।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2