‘ইউক্রেনীয়রা আহম্মক নয়’ হঠাৎ একথা কেন বললেন জেলেনেস্কি?

সংগৃহিত
৩৪ দিনের যুদ্ধের পর সবশেষ গতকাল তুরস্কে অনুষ্টিত হলো রাশিয়া-ইউক্রেন সমঝোতা আলোচনা। আলোচনা শেষে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের রাজধানী ও আশপাশে হামলা কমাবে তাঁরা। ফলে এই আলোচনাকে ইতিবাচকই দেখছে বিশ্ববাসী।
কিন্তু রাশিয়ার সঙ্গে ইতিবাচক শান্তি আলোচনার পরও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনীয়রা আহম্মক নয়। তারা রুশ সামরিক অভিযানের বিগত ৩৪ দিন ও ডোনবাসের আট বছরের সংঘাত থেকে শিক্ষা নিয়েছে। তারা বুঝে গেছে যে, শুধুমাত্র একটি নির্দিষ্ট ফলাফলকে বিশ্বাস করা যেতে পারে।’
মঙ্গলবার (২৯ মার্চ) রাতে জেলেনস্কি কিয়েভ থেকে রুশ সৈন্য প্রত্যাহারে রাশিয়ার প্রতিশ্রুতি নিয়ে সতর্কতার আহ্বান জানিয়ে এসব কথা বলেন।খবর আল-জাজিরা-এর।
তিনি আরও বলেন, ‘অবশ্যই আমরা সব ধরনের ঝুঁকি দেখছি। অবশ্যই আমরা একটি রাষ্ট্রের নির্দিষ্ট প্রতিনিধিদের কথায় বিশ্বাস করার কোনও কারণ দেখি না যারা আমাদের ধ্বংসের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।’
এর আগে, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।
বিভি/কেএস
মন্তব্য করুন: