অনাস্থা ভোটের আগে বিক্ষোভের ডাক দিলেন ইমরান খান

অনাস্থা ভোগের আগেই বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান। বিশেষ করে তরুনদের উদ্দেশ্য বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। টেলিভিষনে প্রশ্নোত্তর সেশনে অংশ নিয়ে তিনি আরও বলেন, রোববারের (৩ এপ্রিল) গুরুত্বপূর্ণ ভোটের জন্য একাধিক পরিকল্পনা রয়েছে তার যা পুরো জাতিকে চমকে দেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ আগেই জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট রোববার (৩ এপ্রিল) অনুষ্ঠিত।
ইতিমধ্যে প্রধানমন্ত্রী ইমরান খান তার দলীয় আইনপ্রণেতাদের রোববার (৩ এপ্রিল) অনুষ্ঠিত কার্যক্রমে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ করার নির্দেশ দিয়েছেন।
জাতীয় পরিষদে পাকিস্থানের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ইত্থাপন করে বিরোধী শিবির।
নিয়ম অনুযায়ী, প্রস্তাব উত্থাপনের পর আলোচনা শুরু করতে ন্যূনতম তিন দিন থেকে সর্বোচ্চ সাত দিন সময় নেওয়া যায়।
সূত্র: ডন
বিভি/ এসআই
মন্তব্য করুন: