• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইমরানের বিক্ষোভের ডাকের পরই নওয়াজ শরিফের ওপর হামলা

প্রকাশিত: ১২:১৮, ৩ এপ্রিল ২০২২

আপডেট: ১২:২০, ৩ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ইমরানের বিক্ষোভের ডাকের পরই নওয়াজ শরিফের ওপর হামলা

নওয়াজ শরিফ ও ইমরান খান

অনাস্থা ভোটের আগেই টেলিভিশনের লাইভ অনুষ্ঠানের মাধ্যমে দেশটির তরুণদের বিক্ষোভে নামার ডাক দিয়েছেন ইমরান খান। তার এই ঘোষণার পরই অভিযোগ উঠেছে, লন্ডনে অবস্থানরত দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ইমরানের দল পাকিস্তানের তেহরকি-ই-ইনসাফের (পিটিআই) সদস্যের হামলার শিকার হয়েছেন। এই ঘটনায় ইমরান খানকে গ্রেফতারের দাবি তুলেছেন নওয়াজ কন্যা মরিয়ম।

আজ রবিবার (৩ এপ্রিল) পাকিস্তানের সংসদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোট হতে চলেছে। তার আগে অনুসারীদের পথে নেমে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছিলেন ইমরান। দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, এই ঘোষণার পরই লন্ডনে আক্রান্ত হন নওয়াজ শরিফ।

শনিবার (২ এপ্রিল) পশ্চিম লন্ডনের একটি রেস্তরাঁয় তর্কের শুরু হয়। পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। এ সময় নওয়াজ শরিফকে বাঁচাতে গিয়ে জখম হন তাঁর দেহরক্ষী। ইমরান খানের উস্কানিতে তার দলের সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন নওয়াজকন্যা মরিয়ম। 

তিনি টুইটার পোস্টে বলেন,‘পিটিআই-এর যারা সহিংসতা অবলম্বন করে বা আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে চাইছে তাদের গ্রেফতার করে কারাগারের পাঠানো উচিত। উসকানি ও রাষ্ট্রদ্রোহিতার জন্য ইমরান খানের বিরুদ্ধেও মামলা করা উচিত। হবে ইনশাআল্লাহ। তাদের কাউকেই রেহাই দেওয়া উচিত নয়।’

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2