ইমরানের প্রস্তাবে পাকিস্তানের সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি

পাকিস্তানের সরকার ব্যবস্থা নিয়ে চলছে একের পর এক ঘটনা। অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পর ভেঙে গেছে দেশটির জাতীয় পরিষদও। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাবে দেশটির জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি ডা. আরিফ আলভি। রবিবার (৩ এপ্রিল) এই খবর জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন।
একইদিন সকালে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ করেছেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসেম সুরি। এরপরই পাকিস্তানের রাষ্ট্রীয় টিভিতে জাতির উদ্দেশে বক্তব্য রাখেন ইমরান খান। এতে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ওই ভাষণে সবাইকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, ইতোমধ্যে আমি রাষ্ট্রপতির কাছে বার্তা পাঠিয়েছি যে, অ্যাসেম্বলি ভেঙে দিন। আমরা একটি গণতান্ত্রিক সমাজে বসবাস করি। জনগণ যার পক্ষে রায় দেবে তাকেই সবাই মেনে নেবে। বিদেশী কারো উসকানিতে নয়।
আরও পড়ুন:
তিনি বলেন, নির্বাচনের জন্য প্রস্তুত হন। কোনো দুর্নীতিপরায়ণ শক্তি দেশের ভবিষ্যত নির্ধারণ করতে পারবে না। পার্লামেন্ট ভেঙে দেয়ার পর পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে, তত্ত্বাবধাক সরকার গঠনের প্রক্রিয়া হবে।
অন্যদিকে এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পরই রাষ্ট্রপতি ডা. আরিফ আলভি জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার প্রস্তাবনা পেয়েছেন, যা তিনি অনুমোদন করেন, ফলে জাতীয় পরিষদ এখন সাংবিধানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে।
দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফারুখ হাবিব বলেন, যেহেতু জাতীয় পরিষদ ভেঙে দেয়া হয়েছে, সেহেতু আগামী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: