শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিত নিভার্দ। ছবি : রয়টার্স
মন্ত্রিসভার ২৬ সদস্যের পদত্যাগের পর শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিত নির্ভাদ পদত্যাগ করেছেন। তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কার মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করার প্রেক্ষাপটে তিনিও পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সোমবার (৪ এপ্রিল) টুইটবার্তায় তাঁর পদত্যাগের ঘোষণা দেন। অজিত বলেন, 'মন্ত্রিপরিষদের পদত্যাগের পরিপ্রেক্ষিতে আমি আমার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গোতবায়ে রাজাপাকসের কাছে পেশ করেছি।’
এর আগে রবিবার রাতে শ্রীলঙ্কার ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেন। তবে, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে কিংবা তাঁর ভাই প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করেননি।
চরম অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। দেশটিতে খাদ্য, জ্বালানি এবং অন্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের তীব্র সংকট দেখা দিয়েছে। সঙ্গে রেকর্ড মুদ্রাস্ফীতি এবং বিদ্যুৎ বিপর্যয় তো আছেই। ১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়ার পর এমন সংকটে পড়েনি শ্রীলঙ্কা।
বিভি/এএন
মন্তব্য করুন: