রুশ বাহিনীর হামলায় নিথর প্রভুর দেহ, পাশেই পাহারা দিচ্ছে কুকুর

সংগৃহিত
কুকুরের প্রভুভক্তির কথা মোটামুটি সবারই জানা। প্রভুর জন্য প্রাণ দিতেও পিছপা হয় না পালিত কুকুর। আবারও ইউক্রেনে সেই প্রমাণ দিলো একটি কুকুর।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে মৃত মানুষের পাশে একটি কুকুরের বসে থাকার একটি ছবি। নেক্সটা নামে একটি ইউরোপিয়ান মিডিয়া অর্গানাইজেশন এই ছবি শেয়ার করে জানিয়েছে রুশ বাহিনীর হামলায় নিহত প্রভুর পাশে বসে আছে কুকুরটি।
মালিক মারা গেছে ঠিকই কিন্তু প্রভুভক্ত কুকুরটি তার মায়া ছাড়তে পারছে না। মন বিষণ্ণ করে মালিকের মৃতদেহের পাশেই বসে আছে সে। ছবিটি মুহূর্তে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। জানা গেছে, ছবিটি ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তা থেকে তোলা।
মৃত প্রভুর পাশে কুকুরের বসে থাকার ছবিটি শেয়ার করে অনেকেই তুলনা করছেন মালিকের মৃত্যুর ৯ বছর পরও অপেক্ষায় থাকা জাপানের সেই আলোচিত কুকুক হাচিকোর সঙ্গে। বলছেন, হয়তো সে ভাবছে, প্রভু এখন ঘুমাচ্ছে, জেগে উঠবে যে কোনও সময়।
বিভি/কেএস
মন্তব্য করুন: