রাশিয়ার তেলের ওপর কঠোর নিষেধাজ্ঞা চান জেলেনস্কি

রাশিয়ার ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই নিষেধাজ্ঞা পর্যাপ্ত নয় বলেও উল্লেখ করেন তিনি। তাঁর মতে রাশিয়ার বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা আরোপ করা হোক যেন তা অর্থনৈতিকভাবে ধ্বংসাত্মক হয়ে ওঠে যা দেশটিকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করে। খবর: বিবিসির।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) স্থানীয় সময় ভোরে এক ভিডিও বার্তায় জেলেনস্কি পশ্চিমা দেশগুলোকে আরও কঠোর নিষেধাজ্ঞা এবং রাশিয়ার তেল বয়কটের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, দেশগুলো নিষেধাজ্ঞার বিষয়ে একমত হতে ব্যর্থতা হওয়ার কারণে ইউক্রেনের জনগণকে প্রাণ দিতে হচ্ছে।
জেলেনস্কি বলেন, ক্রেমলিন তেল রপ্তানি থেকে এতো বেশি আয় করছে যে, তারা শান্তি আলোচনাকে গুরুত্ব সহকারে নেওয়ার প্রয়োজন মনে করছে না।
তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার ব্যাংকগুলোকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা উচিত।
এদিকে ইউক্রেনের বুচা এবং ইরপিন শহরে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রুশ রাষ্ট্রদূতকে তলব করছে কানাডা। দেশটির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক মন্ত্রী মেলানি জলি এতথ্য নিশ্চিত করেছেন।
ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ সৈন্যদের হামলায় বেসামরিক প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়া। দেশটির অর্ধেকের বেশি তেল রপ্তানি হয় ইউরোপের বিভিন্ন দেশে।
সূত্র: বিবিসি, রয়টার্স।
বিভি/এএন
মন্তব্য করুন: