• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো বিমান (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৬, ৮ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ

রানওয়েতে জরুরি অবতরণের সময় হঠাৎ ছিটকে পড়ে দুই টুকরো হয়ে যায় হলুদ রংয়ের জার্মানির একটি কার্গো বিমান। বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকার কোস্টারিকার রাজধানী সান হোসের জুয়ান সান্তা মারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনাটি ঘটেছে। খবর দ্য গার্ডিয়ানের।

দুর্ঘটনাকবলিত পণ্যবাহী বিমানটি জার্মানির একটি পরিবহণ সংস্থার। রানওয়েতে জরুরি অবতরণের সময় হঠাৎই পেছনের চাকা পিছলে ছিটকে পড়ে  ভারসাম্য হারায় বিমানটি। এর পর মাটিতে ধাক্কা খেয়ে দুই টুকরো হয়ে যায়। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

ভেঙে পড়ার পর বিমানের একাংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা গেলেও কোনো বড় অগ্নিকাণ্ডও ঘটেনি। বিমানের চালক এবং তার সহকারী দুজনই অক্ষত রয়েছেন।

সান জোসের বাইরে জুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করা বোয়িং-৭৫৭ প্লেনটি যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণের জন্য ২৫ মিনিট পরে ফিরে আসতে বাধ্য হয়। এর কিছুক্ষণ আগেই ঘটে এ ঘটনা। দুর্ঘটনার পর বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ ছিল আন্তর্জাতিক বিমানবন্দরটি।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2