আলজেরিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ৯, আহত ১৬

আলজেরিয়ার জাতীয় টেলিভিশন বলছে, দেশিটির পূর্বাঞ্চলে গ্যাস বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ১৬ জন। বৃহসপতিবার (৭ এপ্রিল) গ্যাস বিস্ফোরণে একটি তিনতলা ভবন ঙেঙ্গে পড়ায় এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা যায়, গ্যাস একটি ফুটো দিয়ে নির্গত হচ্ছিল। সেখান থেকেই পরে বিস্ফোরণ ঘটে । দূর্ঘটনায় পাশ্ববর্তী ভবন গুলোও ক্ষতি গ্রস্থ হয়েছে। দেশটির বোর্জ বোউ আরিজ শহরে উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন। চলতি বছর ফেব্রুয়ারিতেও আলজেরিয়ার সেতিফ শহরে গ্যাস বিস্ফোরণে তিন শিশুসহ ৮ জন নিহত হন।
আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেবৌন নিহতের পরিবারে প্রতি শোক বার্তা পাঠিয়েছেন।
বিভি/এসআই
মন্তব্য করুন: