• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গোপনে ইউক্রেন সফরে বরিস জনসন, বৈঠক জেলেনস্কির সঙ্গে

প্রকাশিত: ২২:০৩, ৯ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
গোপনে ইউক্রেন সফরে বরিস জনসন, বৈঠক জেলেনস্কির সঙ্গে

রুশ অভিযানের মধ্যেই হঠাৎ চুপিচুপি ইউক্রেন সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে। বরিসের সঙ্গে জেলেনস্কির বৈঠকের ছবি ব্রিটেনে ইউক্রেনের দূতাবাসের তরফে টুইটারে পোস্ট করার পরেই বিষয়টি প্রকাশ্যে এসেছে।

কাকপক্ষীও ঘুনাক্ষরে টের পায়নি তার এই সফর। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রাজধানী কিয়েভে গিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেন তিনি।

ব্রিটেনের সংবাদমাধ্যমের খবর, বরিসের ইউক্রেন সফর নিয়ে কোনও সরকারি ঘোষণা ছিল না। প্রধানমন্ত্রীর সঙ্গে জেলেনস্কির বৈঠকের ছবি ব্রিটেনে ইউক্রেনের দূতাবাসের তরফে টুইটারে পোস্ট করার পরেই বিষয়টি প্রকাশ্যে এসেছে। ওই ছবির বিবরণীতে শুধু লেখা, ‘চমক’।

সূত্রের খবর, রাশিয়ার সামরিক অভিযানের পর গত মাসেই ইউক্রেন সফর করার কথা ভাবছিলেন বরিস। প্রশাসনিক কর্তাদের ইউক্রেন সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলে সব বন্দোবস্ত করার নির্দেশও দিয়েছিলেন তিনি। হঠাৎ করেই সম্ভব হল দুই দেশের রাষ্ট্রনায়কের বৈঠক।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2