ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ: ইমরান খান

অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর ক্ষমতাচ্যুত হয়েছেন ইমরান খান। আজ সোমবার (১১ এপ্রিল) পাকিস্তানের নিম্নকক্ষ জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হতে যাচ্ছে। এই নির্বাচনের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন ইমরান খান ও তার দল।
এর আগে শনিবার রাতে প্রধানমন্ত্রীর পদ অপসারিত হওয়ার পর আজ প্রথম পার্লামেন্টে যান ইমরান। দুপুরে ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনে পৌঁছানোর পর তাকে ঘিরে ধরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থক ও সাংবাদিকরা। এ সময় সমর্থক ও সাংবাদিকদের উদ্দেশে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ।’
অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা ও তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ মনোয়নপত্র জমা দিয়েছেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: