পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরীফ

শাহবাজ শরীফ।
পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন মুসলিম লিগ-এন এর প্রধান নেতা শাহবাজ শরীফ। যিনি পাকিস্তানের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই। এর আগে জাতীয় পরিষদের অধিবেশন থেকে নিজ দল পিটিআই এর নেতাদের নিয়ে পদত্যাগ করেন ইমরান খান।
পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর সভাপতির পদে আসীন আছেন শাহবাজ শরীফ। সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী ছিলেন তিনি ।নতুন প্রধানমন্ত্রী নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হয় এমএনএ আয়াজ সাদিকের সভাপতিত্বে।
আরও পড়ুন:
- ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ: ইমরান খান
- গণধর্ষণের পর গোপনাঙ্গে কেরোসিন ঢেলে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা
সোমবার (১১ এপ্রিল) পার্লামেন্টে ভোটগ্রহণের আগে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্যরা ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে ওয়াক আউট করেন। এর আগে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী শাহ মেহমুদ কোরেশি নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া বয়কটের ঘোষণা দেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: