প্রথম ভাষণেই বিরাট ঘোষণা, সরকারি কর্মীদের বেতন বাড়ালেন শাহবাজ

প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই বিরাট ঘোষণা দিলেন শাহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর জাতীয় পরিষদে প্রথম ভাষণ দিয়েছেন শাহবাজ শরিফ। সোমবারের (১১ এপ্রিল) ওই ভাষণে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বাড়িয়ে ২৫ হাজার রুপি করার ঘোষণা দিয়েছেন তিনি। শুধু ঘোষণাই নয়, বর্ধিত এই বেতন ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলেও জানান তিনি। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এই খবর জানিয়েছে।
অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এরপর সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী হিসেবে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। পিটিআই প্রার্থী শাহ মেহমুদ কোরেশির বিপরীতে ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর চেয়ারম্যান শাহবাজ শরিফ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।
আরও পড়ুন:
- নির্বাসনে থাকা সেই শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী
- পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরীফ
আজকের ভাষণে শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হিসেবে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা দেন। স্বল্প মূল্যে গম বিক্রি, তরুণদের ল্যাপটপ প্রদান এবং বেনজির কার্ড প্রচলনের ঘোষণাও দেন তিনি।
অর্থনীতি বিষয়ে শাহবাজ বলেন, দেশের উন্নতি করতে চাইলে আর্থিক খাতেও দেশকে আত্ম-নির্ভরশীল হতে হবে। শুধু ভাষণ দিয়েই যদি পাকিস্তানের উন্নতি হতো, তাহলে পিটিআই আমলে আমরা শীর্ষ দেশগুলোর মধ্যে থাকতাম। পাকিস্তানকে ‘বিনিয়োগ স্বর্গ’ বানানোর ঘোষণা দিয়ে শাহবাজ বলেন, বিনিয়োগকারীদের মূলধনে তাদের দেশ সামনের দিকে আরও এগিয়ে যাবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: