• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাকিস্তানকে রক্ষা করায় আল্লাহকে ধন্যবাদ: শাহবাজ শরিফ

প্রকাশিত: ২০:৫৫, ১১ এপ্রিল ২০২২

আপডেট: ২১:০১, ১১ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
পাকিস্তানকে রক্ষা করায় আল্লাহকে ধন্যবাদ: শাহবাজ শরিফ

বহু নাটকীয়তার পর অবশেষে পাকিস্তানের রাজনীতিতে এলো নতুন ভোর। অনাস্থা ভোট, ইমরান খানের পতন, বিক্ষোভ, আন্তর্জাতিক অঙ্গনের চাপাচাপি। সবশেষে জাতয়ি পরিষদের নিম্নকক্ষের ভোটাভুটি। সেখানেই বাজিমাত করলেন মুসলিম লিগ-এন এর নেতা শাহবাজ শরিফ। 

পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন নওয়াজ শরিফের ভাই। সোমবার (১১ এপ্রিল) ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার পর জাতীয় পরিষদে নিজের বক্তব্য দেন শাহবাজ শরিফ। বক্তব্যের শুরুতেই তিনি পাকিস্তানকে রক্ষা করায় আল্লাহকে ধন্যবাদ জানান। 

পাকিস্তানের ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে উল্লেখ করে এসময় তিনি আরও বলেন, এর মাধ্যমে খারাপের ওপর ভালোর কতৃত্ব স্থাপন হয়েছে। পাকিস্তানের ইতিহাসে এটি একটি বড় দিন। কারণ সংবিধান ও বৈধভাবে একজন সিলেক্টেক প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তাছাড়া ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দিয়ে অবৈধ পন্থাকে মাটি চাপা দেওয়ায় তিনি সুপ্রিম কোর্টকে ধন্যবাদন জানান। 

তিনি জানান, ভবিষ্যতে কেউ আর অবৈধভাবে ক্ষমতায় থাকার ওপর নির্ভর করতে পারবে না। তাছাড়া ইমরান খান যে ষড়যন্ত্র ও ষড়যন্ত্রমূলক চিঠির কথা বলছেন, সে বিষয়টিকে ভুয়া বলে অভিহিত করেন শাহবাজ। 

এ ব্যাপারে তিনি বলেন, গত কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে নাটক হচ্ছে। কিন্তু এটি পুরোপুরি মিথ্যা ও ভুয়া। ইমরান খান ও বিরোধী দল যে ষড়যন্ত্রের চিঠির কথা বলছে সেটি তারা পরীক্ষা-নিরীক্ষা করবেন। শাহবাজ জানান, যদি প্রমাণ হয় ষড়যন্ত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছেন তাহলে এরপর আর এক সেকেন্ডও প্রধানমন্ত্রী থাকবেন না। 

অর্থনীতিতে নতুন পদক্ষেপও নিয়েছেন শাহবাজ। সরকারি চাকরিজীবীদের ন্যূনতম বেতম ২৫ হাজার রূপি করার ঘোষণা দিয়েছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2