ক্ষমতায় এসেই কাশ্মীর ইস্যু নিয়ে ভারতকে হুঁশিয়ার করলেন শাহবাজ

পাকিস্তানের রাজনীতিতে নাটকীয়তার অবসান হয়েছে। দেশটির ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। ক্ষমতায় যাওয়ার পর প্রথম ভাষণেই কাশ্মির প্রসঙ্গ তুলে আনলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী। সোমবার (১১ এপ্রিল) শাহবাজ শরিফ কাশ্মিরের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা বাতিলের কথা উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেন, কাশ্মিরিদের রক্ত ঝরছে।
পাকিস্তান মুসলিম লিগের এই নেতা জানান, তিনি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চান কিন্তু কাশ্মির সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তা সম্ভব নয়। তবে পাকিস্তান তাদের কূটনৈতিক ও নৈতিকভাবে সাহায্য করবে। এছাড়া প্রতিটি আন্তর্জাতিক ফোরামে বিষয়টি উত্থাপন করা হবে।
শাহবাজ শরিফ বলেন, প্রতিবেশীরা শুধু পছন্দের বিষয় নয়, এটি এমন একটি বিষয় যা আমাদের সঙ্গে নিয়ে থাকতে হবে এবং দুর্ভাগ্যবশত ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক শুরু থেকেই ভালো না।
২০১৯ সালের আগস্টে কাশ্মিরের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা বাতিল করে ভারত। এ নিয়ে সদ্য ক্ষমতাচ্যুত হওয়া ইমরান খানকে কড়া আক্রমণ করেন শাহবাজ। তিনি অভিযোগ করেন, কাশ্মিরের বিশেষ মর্যাদা রদের সময় ইমরান খান 'গুরুতর ও কূটনৈতিক প্রচেষ্টা' চালায়নি।
বিভি/এজেড
মন্তব্য করুন: