• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রধানমন্ত্রী ভবনে শাহবাজ, পেলেন গার্ড অব অনার

প্রকাশিত: ১৩:২২, ১২ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রী ভবনে শাহবাজ, পেলেন গার্ড অব অনার

বেশ কয়েকদিনের দোলাচল শেষে স্থির হয়েছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারিয়েছেন ইমরান খান। দেশটির ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। গতকাল শপথ নেওয়ার পর আজ মঙ্গলবার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রী ভবনে গেছেন পাকিস্তানের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

পাকিস্তানি গণমাধ্যম জিও সিউজে প্রকাশিত তথ্য বলছে, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর প্রধানমন্ত্রী ভবনের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন শাহবাজ।  

এর আগে সোমবার ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে এক যুগান্তকারী অনুষ্ঠানে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মুসলিম লিগ-এন এর নেতা শাহবাজ শরিফ।

মঙ্গলবার সকালেই ইসলামাবাদের প্রধানমন্ত্রী ভবনে যান ইমরান খানকে হটিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া এ রাজনীতিক।  

সোমবার প্রধানমন্ত্রী নির্বাচনে ১৭৪ জন সদস্য শাহবাজ শরীফের পক্ষে ভোট দেন। এরা সবাই অনাস্থা প্রস্তাবের পক্ষে ছিলেন।  তবে বিপক্ষে কেউ ভোট দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেন শাহবাজ।

একইদিন অধিবেশন শুরু হওয়ার পর পিটিআইয়ের সব সদস্য পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী পদের মনোনয়ন নিলেও পরে তার প্রত্যাহারের ঘোষণা দেন মাহমুদ কোরেশি। তার এ ঘোষণার পর পিটিআইয়ের সকল সদস্য ও ডেপুটি স্পিকার কাসেম সুরিও বের হয়ে যান। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2