• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গৃহহারা ইউক্রেনীয় ৪৮ লাখ শিশুঃ জাতিসংঘ 

প্রকাশিত: ১৩:২৪, ১২ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
গৃহহারা ইউক্রেনীয় ৪৮ লাখ শিশুঃ জাতিসংঘ 

যে কোনো যুদ্ধে শিশুরা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে। ইউক্রেন-রাশিয়ার আগ্রাসনেও এর বিপরীত কিছু হয়নি। এই আগ্রাসনের ছয় সপ্তাহে ‘ইউক্রেনের ৭৫ লাখ শিশুর মধ্যে ৪৮ লাখই গৃহহীন হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। 

দেড় মাসের এই সামরিক আগ্রাসনে ১৪২টি শিশুকে হত্যার তথ্য যাচাই করেছে জাতিসংঘ। তবে দেশটিতে শিশু নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জাতিসংঘের ইউনিসেফের জরুরি কার্যক্রমের পরিচালক ম্যানুয়েল ফন্টেইন বলেন, ৩২ লাখের মতো শিশু তাদের বাড়িতে থাকলেও এদের প্রায় অর্ধেক খাদ্য সংকটে রয়েছে তারা। খাদ্য এবং ওষুধ সরবরাহও ব্যাহত হচ্ছে। ৩১ বছরের কর্মজীবনে আমি এত অল্প সময়ে এমন বিপর্যয় দেখিনি।


 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2