• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘন নিয়ে ভারতকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৬:৫০, ১২ এপ্রিল ২০২২

আপডেট: ১৭:১৯, ১২ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘন নিয়ে ভারতকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

ছবিঃ এনডি টিভি

ভারতের ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে নয়াদিল্লিকে সতর্কবার্তা দিলেন  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। 

সোমবার (১১ এপ্রিল) শুরু হওয়া ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু’ বৈঠকে  ব্লিংকেন এই মন্তব্য করেন। খবর হিন্দুস্থান টাইমস-এর।

ব্লিংকেন বলেন, ‘আমরা নিয়মিত আমাদের ভারতীয় পার্টনারদের সাথে এই বিষয়ে আলোচনা করছি। মূল্যবোধের (মানবাধিকারের) সাথে জড়িত কিছু দিক লঙ্ঘন করছে কিছু সরকার, পুলিশ এবং কারাগারের কর্মকর্তারা। এই সংক্রান্ত সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের নজরে এসেছে।’

আরও পড়ুন:

এর আগে মুসলমানদের নানানভাবে হয়রানির বিষয়ে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য ইলহান ওমার প্রশ্ন তুলেছিলেন নরেন্দ্র মোদীর সরকারের উপর। তাঁর বক্তব্য ছিল, ‘মোদী সরকার মুসলিমদের উপর আর কি করলে আমরা তাদের আমাদের পার্টনার ভাবা বন্ধ করবো।’ এই মন্তব্যের এক সপ্তাহের মধ্যেই এই মন্তব্য করলেন ব্লিংকেন। যদিও এই বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি ব্লিংকেন। 

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ভারতের কর্ণাটকে হিজাব থেকে শুরু করে হালাল মাংস নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি আবার মন্দিরের বাইরে মুসলিম দোকান নিয়েও ঝামেলা শুরু হয়েছে। এইসব 

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2