• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে বন্দুক হামলা; নিহত ৫, আহত  ১৩

প্রকাশিত: ২১:৪০, ১২ এপ্রিল ২০২২

আপডেট: ২৩:০৭, ১২ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে বন্দুক হামলা; নিহত ৫, আহত  ১৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি সাবওয়েতে এক বন্দুকধারীর আচমকা হামলায় অনেক মানুষ আহত হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, মঙ্গলবার ( ১২ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে। 

নিউইয়র্কের ব্রুকলিন সাবওয়েতে একজন বন্দুকধারীর এলোপাতারি গুলিতে স্টেশনেই অনেক মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে এবং যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে। হামলার পর সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। 

আরও পড়ুন:

জানা গেছে, ঐ হামলাকারী স্টেশনে মাস্ক পড়ে ঘটনাস্থলে প্রবেশ করে। হামলাকারীর পরণে ছিল নির্মাণ শ্রমিকের পোশাক। হামলাকারী আচমকা বন্দুক বের করে লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। এর পর হামলাকারী পালাতে একটি স্মোক গ্রেনেড ছুড়ে মারে। যার জেরে ধোঁয়া ছড়িয়ে পড়ে সাবওয়ে স্টেশনে। বর্তমানে হামলাকারী সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। এই বিষয়ে, FBI জনগণকে তাদের কাছে যা কিছু তথ্য আছে তা পুলিশের সাথে শেয়ার করতে বলেছে। বর্তমানে এই গুলিতে ১৩ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। এই হামলার পর বলা হচ্ছিল ঘটনাস্থল থেকে বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে, কিন্তু নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে কোনো সক্রিয় বিস্ফোরক যন্ত্র পাওয়া যায়নি। 
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2