শান্তি অথবা বিশ্ব সম্প্রদায়কে ছাড়তে হবে রাশিয়াকে: জেলেনস্কি

রাশিয়াকে উদ্দ্যেশে করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া যদি শান্তি চুক্তিতে না যায় তাহলে রাশিয়ার উচিত আর্ন্তজাতিক সম্প্রদায় ছেড়ে যাওয়া। একটি ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি ভিডিও বার্তায় বলেন, রাশিয়ান নেতাদের হয় শান্তি চুক্তিতে আসতে হবে অথবা চলমান যুদ্ধের ফলস্বরুপ আর্ন্তজাতিক সম্প্রদায়কে হারাতে হবে রাশিয়াকে।
জেলেনস্কি ভিডিও বার্তায় বলেন, রাশিয়ায় যথেষ্ট পরিমান সামরিক সরঞ্জাম মজুদ থাকা সত্ত্বেও ইউক্রেনকে পরাজিত করার শক্তি আছে কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ আছে। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে রাশিয়ার হামলার বিষয়ে উল্লেখ করে জেলেনস্কি বলেন, রাশিয়ার এই দ্বিধাগ্রস্ত হামলাই প্রমাণ করে তারা নিরাপত্তাহীনতায় ভূগছে।
ভিডিও বার্তায় ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়ার উপর তেল নিষেধাজ্ঞা দিতে আহ্বান জানান জেলেনস্কি।
বিভি/এসআই
মন্তব্য করুন: