নিউইয়র্কের সাবওয়ে স্টেশনে হামলাকারী গ্রেফতার

ফ্রাঙ্ক রবার্ট জেমস
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে হামলার অভিযোগে ফ্রাঙ্ক রবার্ট জেমস (৬২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেফতার ব্যাক্তি এর আগে নিউজার্সি এবং নিউইয়র্কে মোট নয়বার গ্রেফতার হয়েছিলেন।
গ্রেফতারের পর নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস সম্মেলনে বাসিন্দাদের বলেন, আমরা হামলাকারীকে ধরতে সক্ষম হয়েছি। যেভাবে হোক আমরা শহরের জনগনের নিরাপত্তা নিশ্চিত করব।
এর আগে, মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে থার্টি-সিক্সথ ট্রিটের সানসেট পার্ক স্টেশনে অতর্কিত হামলা চালায় এক বন্দুকধারী। হামলায় অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হন। হামলার পরে দেখা যায়, স্টেশনে রক্তা মাখা দেহ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। পুলিশ জানিয়েছিল, হামলার ঘটনায় পাতালরেল ব্যবস্থাপনায় চারটি লাইনে সমস্যা দেখা দেয়। হামলার পর স্টেশনের ভিতরে কিছু অবিস্ফোরিত বোমাও উদ্ধার করে পুলিশ।
বিভি/ এসআই
মন্তব্য করুন: