• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৬২০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিলো উত্তর কোরীয় হ্যাকার

প্রকাশিত: ১৭:১৯, ১৫ এপ্রিল ২০২২

আপডেট: ১৭:২০, ১৫ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
৬২০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিলো উত্তর কোরীয় হ্যাকার

জনপ্রিয় গেম এক্সি ইনফিনিটি’র খেলোয়ারদের টার্গেট করে উত্তর কোরিয়ার হ্যাকাররা ৬২০ মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ হাজার ৪০০ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৬০০ টাকা। ফ্রান্স২৪ এর প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার ফলে ক্রিপ্টো ওয়ার্ল্ডের নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বলছে, ‘তদন্তে আমরা নিশ্চিত হয়েছি যে, লাজারাস গ্রুপ এবং এপিটি৩৮ এর সাথে জড়িত, তারপরও (উত্তর কোরিয়া)’র সাইবার কর্মীরা এই চুরির জন্য দায়ী।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্র এই তথ্য সামনে এনেছে। এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাক্সি ইনফিনিটি একটি গেমিং কোম্পানি যেখানে প্লেয়াররা ভিডিও গেম খেলার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি উপার্জন করতে পারে। 
২০১৪ সালে সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট হ্যাক করে অলোচনায় আসে লাজারাস গ্রুপ। গ্রুপটি কিম জং উনকে উপহাস করে নির্মাণ করা ব্যঙ্গাত্মক চলচ্চিত্র ‘দ্য ইন্টারভিউ’ এর প্রতিশোধের জন্যই সাইবার হামলাটি করা হয়েছিল। 

পরে মার্কিন সামরিক প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৯০ দশকের মাঝামাঝিতে শুরু হওয়া উত্তর কোরিয়ার এই সাইবার গ্রুপটি ধীরে ধীরে সাইবার ‍যুদ্ধ ইউনিটে পরিণত হয়েছে। উত্তর কোরিয়ার এই কর্মসূচি ‘ব্যুরো ১২১’ নামে পরিচিত যেখানে ৬ হাজার সাইবার যুদ্ধ ইউনিট রয়েছে। এসব ইউনিটে বেলারুশ, চীন, ভারত, মালয়েশিয়া এবং রাশিয়াসহ বেশ কয়েকটি দেশের সাইবার এক্সপার্টরা যুক্ত আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে গুগলের গবেষকরা যুক্তরাষ্ট্রের আইটি ফার্ম, মিডিয়া, আর্থিক প্রতিষ্ঠান এবং ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত প্রতিষ্টানগুলোতে উত্তর-কোরিয়ার দুটি হ্যাকার গ্রুপ ক্যাম্পেইন চালিয়েছে। 
গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপের প্রধান শেন হান্টলি সিএনএনকে বলেন, গুগলের কোন ব্যবহারকারী কোন দেশের সরকার সমর্থিত হ্যাকার গ্রুপের দ্বারা আক্রমনের সম্ভাবনা থাকলে গুগল তাকে নোটিফাই করে। 

‘কোন ব্যবহারকারী যদি বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত কোন লিংকের সাথে জড়িত হওয়ার সম্ভাবনা থাকে গুগল সেই ব্যবহারকারীকে সতর্ক বার্তা পাঠায়। এর মাধ্যমে উত্তর কোরীয় হ্যাকারদের এক প্রকার দমন হয়’ যোগ করেন তিনি।
 হান্টলি সিএনএন কে বলেন, মনে হয় উত্তর কোরীয় হ্যাকাররা এই প্রক্রিয়ার মাধ্যমে অর্থ উপার্জনের পথ বেছে নিয়েছে। 

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের তদন্তকারীরা বলেছেন, দেশটির ক্রিপ্টোকারেন্সি চুরি পিয়ংইয়ংয়ের পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য একটি "গুরুত্বপূর্ণ আয়ের উৎস"। 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2