• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩৫, আহত ৭১

প্রকাশিত: ১৯:৪২, ১৫ এপ্রিল ২০২২

আপডেট: ১৯:৪২, ১৫ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩৫, আহত ৭১

ছবিঃ এএফপি

জিম্বাবুয়ের আইনশৃঙ্খলা বাহিনীর সহকারী কমিশনার ও মুখপাত্র পল নায়াথির বরাতে এএফপি বলছে, জিম্বাবুয়েতে বাস দূর্ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে, আহত  হয়েছে আরো ৭১ জন। 

নায়াথি বলেন, জিম্বাবুয়ের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর চিপিংয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে। ধারনক্ষমতার বেশি দ্বিগুনের ও বেশি যাত্রী নিয়ে বাসটি  ‘ইস্টার উপলক্ষ্যে শহরের প্রধান গির্জা জিওন ক্রিস্টিয়ান চার্চের উদ্দেশে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে  গেলে এই দূর্ঘটনা ঘটে। 
এএফপি কে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশের মুখপাত্র অ্যাসিস্ট্যান্ট কমিশনার পল নিথি বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি গত রাতের দূর্ঘটনায় ৩৫ জন মৃত্যু বরন করেছে, আহত হয়েছে আরো ৭১ জন। 

“বাসের ধারন ক্ষমতাছিল ৬০-৭০ জন যাত্রীর কিন্তু বাসটিতে দ্বিগুনেরও বেশি যাত্রী ছিল” যোগ করেন তিনি। 
জিম্বাবুয়েতে ছুটির দিনগুলোতে রাস্তায় জন সমাগম বেশি হলে দূর্ঘটনার মাত্রাও বেড়ে যায়। খানা-খন্দে ভরা রাস্তা, অতিরিক্ত যাত্রী এবং অদক্ষ ড্রাইভারই এসবের কারন বলে মনে করা হয়। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2