রাজা পারভেজ পাকিস্তানের নতুন স্পিকার

কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় পাকিস্তানের পরবর্তী স্পিকার নির্বাচিত হচ্ছেন পাকিস্তান পিপল’স পার্টির (পিপিপি) রাজা পারভেজ আশরাফ। শনিবার তিনি শপথ প্রহণ করবেন বলে জানা গেছে। দ্য ডনের প্রতিবেদন বলছে, পিপিপি’র রাজা পারভেজ আশরাফ এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
ইমরান খানের সরকার হটানোর পর প্রধানমন্ত্রী পদে দায়িত্বগ্রহন করেছেন শেহবাজ শরীফ। তবে এখনো পূর্ণ মন্ত্রিসভা গঠন সম্পন্ন হয়নি। ধারনা করা হচ্ছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে পূর্ণ মন্ত্রীসভা গঠন করা হতে পারে।
এর আগে বহু নাটকীয়তার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারান সাবেক ক্রিকেটার ইমরান খান। দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দীর্ঘ আটবছর নির্বাসনে থাকা মুসলিম লিগ-এন এর প্রধান নেতা শাহবাজ শরীফ।
পাকিস্তানের ২৩তম এই প্রধানমন্ত্রী নতুন সরকারের মন্ত্রিসভা গঠন করেন। যারা আগামী ২০২৩ সালের আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করবে।
সূত্র: ডন
বিভি/এসআই
মন্তব্য করুন: