• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মারিউপোল পুরোপুরি দখলে নেওয়ার দাবি রাশিয়ার

প্রকাশিত: ০৯:৪৯, ১৭ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
মারিউপোল পুরোপুরি দখলে নেওয়ার দাবি রাশিয়ার

ছবি: আল জাজিরা

ইউক্রেনের বন্দরনগরী মারিউপোল পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া।  শনিবার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, শহরটি থেকে ইউক্রেনীয় বাহিনীকে হটানো হয়েছে। এর উপকণ্ঠে আর মাত্র কয়েকজন ইউক্রেনীয় যোদ্ধা রয়েছে।

এদিকে শনিবারও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের খবরও পাওয়া গেছে।

এদিন অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের সামরিক ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ২৩ হাজার ৩৬৭ সেনা নিহত হয়েছে। আর নিজেদের এক হাজার ৩০০র বেশি সেনা নিহতের কথা জানিয়েছে ক্রেমলিন। যদিও ইউক্রেনের দাবি, এ যুদ্ধে তাদের আড়াই থেকে তিন হাজার সেনা মারা গেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শহরটিতে যুদ্ধরত কোনো সেনাকে হত্যা করা হলে সব আলোচনা বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে রাশিয়ার সম্ভাব্য পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে আবারো সতর্ক করেছেন তিনি। এ ব্যাপারে বিশ্বকে প্রস্তুতি নেওয়া উচিত বলেও জানান জেলেনস্কি।

তিনি বলেন, রাশিয়ার জন্য অপেক্ষা করার সময় আর নেই। এখনই বিশ্বকে ব্যবস্থা নিতে হবে। এমন নিষেধাজ্ঞা দিতে হবে যাতে মস্কো পরমাণু অস্ত্র ব্যবহারের চিন্তাও না করতে পারে। আর এটা যত দ্রুত সম্ভব হবে ততই মঙ্গল।

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2