পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনীয় বিমান ধ্বংসের দাবি রাশিয়ার

পশ্চিমা অস্ত্রবাহী একটি বিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রুশ বার্তা সংস্থা তাজ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোকে উদ্ধৃত করে বলেছে, বন্দরনগরী ওডেসার কাছে ইউক্রেইনের ওই বিমানটি রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিটের হামলার মুখে পড়ে।
ইগোর কোনাশেঙ্কো বলেন, পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনীয় বিমান ওডেসার কাছে আসলে রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিট বিমানটি ভূপাতিত করে।
এ বিষয়ে এখনো ইউক্রেনের কোন মন্তব্য পাওয়া যায়নি। মস্কোর এ দাবি সত্য কিনা, তা যাচাই করতে পারেনি বিবিসি।
আর্ন্তজাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, পশ্চিমা অস্ত্রবাহী যে কোন বাহন হামলার বৈধ লক্ষ্যবস্তু বলে দাবি করছিল মস্কো।
সুত্রঃ বিবিসি, তাস।
বিভি/ এসআই
মন্তব্য করুন: