• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফিলিস্তিনিদের পাশে তুরস্ক সবসময় আছে: এরদোয়ান

প্রকাশিত: ১৬:০০, ১৮ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ফিলিস্তিনিদের পাশে তুরস্ক সবসময় আছে: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তুরস্ক সব সময় নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে আছে। রবিবার (১৭ এপ্রিল) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ কথা জানান। একই সময় ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি হস্তক্ষেপের নিন্দাও জানান তিনি।

এক টুইট বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট জানান, ফোনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। ওই সময় আব্বাসকে বলেছি যে- আমি আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি হস্তক্ষেপের কঠোর নিন্দা জানাই এবং এই মসজিদের মর্যাদা ও ভাবগাম্ভীর্যের ওপর হুমকি ও উস্কানির বিরুদ্ধে আমরা দাঁড়াবো। তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে আছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, তৃতীয় দিনের মতো ফের গতকাল রবিবার ফজরের নামাজের সময় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান শুরু করে ইসরায়েলি পুলিশ। এ সময় দেশটির পুলিশ ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। ইসরায়েলি পুলিশের হামলায় অন্তত ১৭ জন ফিলিস্তিনি আহত হন। এর আগে গত শুক্রবার মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন আরও দেড় শতাধিক ফিলিস্তিনি। একই সঙ্গে গ্রেফতার হন তিন শতাধিক ফিলিস্তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2