পরকীয়ার খবর ফাঁস, মারধরের পর তরুণের সঙ্গে মাঝবয়সী নারীর বিয়ে

পরকীয়ার সম্পর্কের জেরে মাঝ বয়সী এক নারীকে ব্যাপক মারধর করেছে স্বামী ও গ্রামবাসী। এরপর ওই নারীকে তার প্রেমিকের সঙ্গে জোর করে বিয়েও দেয় গ্রামবাসী। গ্রামবাসীর মারধোরে আহত ওই নারী এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি ভারতের ত্রিপুরা রাজ্যের খোওয়াই জেলায় ঘটেছে। খবর : টাইমস অব ইন্ডিয়া
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ত্রিপুরা রাজ্যের খোওয়াই জেলার ওই নারীর অভিযোগের ভিত্তিতে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ওই নারী জানান,মারধোরের সময় গ্রামবাসীদের সঙ্গে তার স্বামীও ছিলেন। তবে তাকে যখন ১৫ জন গ্রামবাসী মারধর শুরু করে, তখন তার স্বামী পালিয়ে যায়। এরপরই তাকে আবার বিয়ে করতে বাধ্য করা হয়।
খোওয়াইয়ের তেলিমুরা থানার দায়িত্বরত কর্মকর্তা সুবিমল বর্মন জানিয়েছেন, তদন্তকারীরা ওই নারীর সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করে তার বয়ান নিয়েছেন। এ ঘটনায় তদন্তও শুরু করা হয়েছে।
ওই নারীর অভিযোগ, গত শনিবার (১৬ এপ্রিল) রাতে তার স্বামীর নেতৃত্বে ১৫ জন গ্রামবাসীর একটি দল তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারপর একটি ধানক্ষেতে নিয়ে মারধর করলে অজ্ঞান হয়ে যান তিনি। এসময় তার প্রেমিক সন্দেহে গ্রামেরই এক ব্যক্তিকেও মারধর করে গ্রামবাসী। পরে ওই নারীর জ্ঞান ফিরলে দু’জনের মালাবদল করানো হয়। পুরুষ সঙ্গীকে বাধ্য করা হয় তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে।
এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
এ বিষয়ে ওই নারীর স্বামী বলেন, আমি এবং আমার পরিবারের সদস্যরা তাকে মারধর করেছি। তবে আমিই তাকে হাসপাতালে নিয়ে গেছি। রাতভর তার চিকিৎসার সময় হাসপাতালে ছিলাম।
বিভি/এজেড
মন্তব্য করুন: