হইচই ফেলে দেয়া সেই হিনা রাব্বানী আবারও মন্ত্রিসভায়

পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খান
মাত্র ৩৩ বছর বয়সে মন্ত্রী হয়ে হইচই ফেলে দেওয়া পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী আবারও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তবে এবার তিনি পূর্ণমন্ত্রীত্ব পাননি। এর আগে ২০১১ সালে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন যুক্তরাষ্ট্র থেকে উচ্চতর পড়াশোনা করে আসা হিনা রব্বানি। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইউসুফ রাজা গিলানি।
দুই বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভায়ও ঠাঁই হয়েছে পাকিস্তান পিপলস পার্টির এ রাজনীতিবীদের।
হিনা রাব্বানী পাকিস্তানের রাজনীতিতে আসেন পাকিস্তান মুসলিম লিগের (কায়েদে আজম) মাধ্যমে। তবে কয়েক বছরের মধ্যেই দল পাল্টে তিনি পাকিস্তান পিপলস পার্টিতে (পিপিপি) চলে আসেন। পিপিপি সরকার আমলেই পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন তিনি। হিনা রব্বানি তার কাজকর্মের মাধ্যমেও আলোচনায় এসেছিলেন। তিনি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য জোর দিতেন।
পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজকে একবার হিনা বলেছিলেন, যুদ্ধ জয় করে কাশ্মির জয় করা সম্ভব নয়। তিনি প্রায়ই বলতেন ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমেই সমস্যাগুলোর সমাধান করা যাবে।
এদিকে মঙ্গলবার পাকিস্তানের নতুন মন্ত্রীপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অধীনে ৩১ জন মন্ত্রী, ৩ জন প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ৩ জন শপথ নেন। খবর ডনের।
গত ১১ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে নতুন প্রধানমন্ত্রী হন শাহবাজ শরীফ।
বিভি/এইচএস
মন্তব্য করুন: